কিশোরগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে ২০০ দরিদ্র মানুষের মাঝে ঈদ বস্ত্র দেওয়া হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে শনিবার সকালে পুলিশ লাইন্স ড্রিল শেডে ঈদ বস্ত্র বিতরণ করেন কিশোরগঞ্জ পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।
ঈদ বস্ত্র হিসেবে প্রত্যেককে শাড়ি ও লুঙ্গি দেওয়া হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অনির্বাণ চৌধুরী, পুলিশ লাইন্সের ভারপ্রাপ্ত আরআই মো. বজলুর হোসেন তালুকদারসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার সকলের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর