পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ময়মনসিংহের ফুলপুরে বিভিন্ন ইউনিয়নে চলছে বস্ত্র বিতরণ। শনিবার দিনব্যাপী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান এসব বস্ত্র বিতরণ করেন।
জানা যায়, হতদরিদ্র ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শাড়ি, লুঙ্গি, গামছা ও গেঞ্জি ইত্যাদি বস্ত্র বিতরণ করা হয়েছে।
অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি এসব কাপড় পাঠিয়েছেন। বিভিন্ন ইউনিয়নের উপকারভোগী তালিকাভুক্তদের মাঝে আমরা এসব কাপড় বিতরণ করছি।
বিডি প্রতিদিন/এমআই