চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা বিএনপি’র সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট বোরহান উদ্দিন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটওয়ারী, এম এ হান্নান। অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মাহমুদুল হাসান।
বিডি প্রতিদিন/এমআই