ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী কর্মকর্তাকে উত্ত্যক্ত করায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ওই নারী কর্মকর্তা ধামরাই থানায় মামলা করে। পরে পুলিশ রাতে ও শনিবার সকালে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-ধামরাইয়ের ইসলামপুর হাসপাতাল রোড এলাকার বাসিন্দা কাউসার হাবিবের ছেলে জোবায়ের হাবিব (২০), একই এলাকার শওকত আলীর ছেলে মেহেদী হাসান (১৮) ও ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কোয়ার্টার এলাকার হাসমত আলী ভূঁইয়ার ছেলে ইমন ভূঁইয়া (১৮)। তারা হাসপাতাল গেটে ওই নারীর উদ্দেশে গানসহ আপত্তিকর কথা বলেছিল।
এ ব্যাপারে নারী ওই কর্মকর্তা সাংবাদিকদের জানান, আমি হাসপাতালের শীর্ষ কর্মকর্তা, তারা আমাকেই উত্ত্যক্ত করে। তাহলে আমার হাসপাতালে অনেক নারী কর্মকর্তা রয়েছে, তাদের নিরাপত্তা কোথায়!
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর ইসলাম জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই