মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে জড়ো হয়েছেন ঈদযাত্রায় সামিল হওয়া কয়েক লাখ ঘরমুখো মানুষ। যাত্রীদের উপচেপড়া ভিড়ের কারণে ঘাট এলাকার কোথাও পা রাখার ঠাঁই নেই।
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ও লঞ্চঘাটে রয়েছে যাত্রীদের উপচেপড়া ভিড়।
রবিবার সকাল ৯টা পর্যন্ত ঘাটে দূরপাল্লার বাস, প্রাইভেটকার ও মাইক্রোবাসসহ পাঁচ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল।
বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম মো. খালেদ নেওয়াজ জানান, শনিবার রাত ১২টা পর্যন্ত ঘাটে অপেক্ষমান কোনো যানবাহন ছিলো না। কিন্তু এরপর হঠাৎ দূরপাল্লার বাসের চাপ বাড়তে থাকে।
তিনি আরও জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ২১টি ফেরিই সচল রয়েছে। যানবাহনগুলোকে সুশৃঙ্খলভাবে পারাপার করা হচ্ছে। যে কারণে যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও পারাপারে খুব বেশি ভোগান্তি নেই।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন