গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও চন্দ্রা- নবীনগর মহাসড়কে কোনও যানজট নেই। ফলে ঈদ উপলক্ষে স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ।
সরেজমিনে দেখা গেছে, কালিয়াকৈর উপজেলা চন্দ্রা এলাকায় রবিবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও চন্দ্রা নবীনগর মহাসড়কে কোনও যানজট নেই। এতে নির্বিঘ্নে বাড়ি ফিরছেন মানুষ। তবে অতিরিক্ত ভাড়া নেওয়ায় বিপাকে পড়ছেন সাধারণ যাত্রীরা।
বগুড়াগামী যাত্রী শফিকুল ইসলাম জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একসময় যানজটের কারণে মানুষকে ভোগান্তিতে পড়তে হতো। এখন আর মহাসড়কে সেই দৃশ্য নেই। আমরা স্বস্তিতে বাড়ি ফিরতে পারব। তবে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেন তিনি।
সালনা হাইওয়ে থানার ওসি ফিরোজ হোসেন, মহাসড়কে যানজট নেই, মানুষ নির্বিঘ্নে চলাচল করছে। অতিরিক্ত ভাড়ার বিষয়ে আমরা এখনও কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/কালাম