ঘাগটিয়া চালা ফ্রেন্ডস সোসাইটির উদ্যোগে গতকাল গাজীপুর কাপাসিয়া উপজেলার ৫ নং ঘাগটিয়া ইউনিয়নের প্রায় ৫০টি অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আশরাফুল আরিফ, সাধারণ সম্পাদক রাসেল সরকার, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, উবায়দুল্লাহ অভি, পরিবেশ বিষয়ক সম্পাদক সজীব মাঝি, ধর্ম বিষয়ক সম্পাদক আবির হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক মিদুল আহমেদ, সদস্য হিমেল, শরীফসহ আরো অনেকে।
প্রসঙ্গত, ঘাগটিয়া চালা ফ্রেন্ডস সোসাইটি একটি অরাজনৈতিক ও সমাজসেবামূলক সংগঠন। সমাজসেবা, খেলাধূলা ও এলাকার বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে এ সংগঠন কাজ করে আসছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন/ তানভীর