যানবাহনের চাপ নেই ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে।
সরেজমিনে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে দেখা যায়, লোকাল বাসেও যাত্রীরা স্বাচ্ছন্দে গন্তব্যের দিকে যাচ্ছেন। কোন বাসের ছাদে বা ট্রাকে চড়ে যাত্রীদের যেতে দেখা যায়নি। মহাসড়কে ট্রাক চলাচল নেই বললেই চলে।
তবে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজির হাট নৌরুটে মানুষের অতিরিক্ত চাপ রয়েছে। এ সকল লোকজন বিভিন্ন অঞ্চলে কাজ করে থাকেন।
বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ম্যানেজার মহিউদ্দিন রাসেল বলেন, ঘরে ফেরা মানুষের চাপ আজ বেড়েছে। প্রচুর ছোট গাড়ি ঘাটে জড়ো হচ্ছে। পর্যাপ্ত ফেরি আছে একটু সময় লাগলেও সমস্যা হবে না।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন