মহান মে দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে আজ রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এই র্যালি শুরু হয়। পরে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় র্যালিটি শেষ হয়।
বর্ণাঢ্য ওই র্যালিতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক একেএম গালিভ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উঁরাও, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহানসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। পরে মুক্তিযোদ্ধা নামফলকের সামনে শ্রমিকরা সমাবেশের আয়োজন করে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ