ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চাপ থাকলেও স্বাভাবিক গতিতে চলছে যানবাহন। আজ রবিবার সকাল থেকেই এই মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যায়। তবে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
মহাসড়কের উত্তরবঙ্গের দিকে গাড়িগুলোর চাপ বেশি এবং উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে গাড়িগুলো অনেকাংশে খালি অবস্থায় যাচ্ছে। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের গোড়াই থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার সড়কে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৮১০ সদস্য মোতায়েন করা হয়েছে।
টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত উত্তরবঙ্গের যানবাহনগুলো একমুখী হয়ে যাচ্ছে। অপরদিকে, বঙ্গবন্ধু সেতু থেকে ঢাকার দিকে যানবাহনগুলো গোবিন্দাসী-ভুঞাপুর হয়ে এলেঙ্গায় এসে মিলিত হচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ