নেত্রকোনার দৃষ্টি প্রতিবন্ধী অটিজম স্কুলের শিক্ষার্থীরা পেল ঈদ উপহার। সদর উপজেলার মদনপুর ইউনিয়নের সাজিউরা অটিজম স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে উপহার তুলে দেয়া হয়।
আজ রবিবার বেলা ১২ টায় স্কুল প্রাঙ্গণে এই উপহার দেয়ার আয়োজন করেছে নেত্রকোনা জেলা লেডিস ক্লাব। শিশুদের হাতে পোশাকসহ জেলা প্রশাসনের দেয়া খাদ্যসামগ্রীও তুলে দেয়া হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারের সার্বিক তত্ত্বাবধানে এসব উপহার তুলে দেন জেলা প্রশাসক পত্নী লেডিস ক্লাবের সভাপতি কাজি সুমান্না আখতার। এসময় স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক দৃষ্টি প্রতিবন্ধী হাবিবুর রহমান সহ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। ছিলেন লেডিসক্লাবের অন্য সদস্যরাও।
এদিকে, শিশুরা ঈদের এমন উপহার পেয়ে আনন্দে আবেগাপ্লুত। অভিভাবকরা জানান, আমাদের সন্তানদের নিয়ে কষ্ট তো প্রতিদিনই আছে। কিন্তু এর মাঝে এমন সময়ে ঈদের খুশি পেয়েছে ওরা আমরা খুশি। আমাদের সাথে উনারা তাদের ঈদ আনন্দ ভাগ করেছেন এতে আমরা কৃতজ্ঞ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ