‘শ্রমিক-মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা’ এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে মহান মে দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে জেলা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে শোভাযাত্রা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি শহরের শিবনাথ উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভ‚ঞাপুর) আসনের সংসদ সদস্য ও জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনি, জেলা শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি বালা মিয়া প্রমুখ।
এ সময় জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের অন্যন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ