ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে দিনাজপুরে ২ শতাধিক দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
আজ রবিবার সকালে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গনে সহযোগিতার প্রত্যয় নিয়ে গড়ে ওঠা স্বেচ্ছাসেবী সংগঠন 'লাইফ ইস বিউটিফুল' এর আয়োজনে এসব উপহার তুলে দেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ বলেন, সরকারের নানা উদ্যোগের পাশাপাশি আমাদের সকলকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাধ্য অনুযায়ী অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো উচিত। এতে করে অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটবে ও অন্যান্যদের সহায়তামুলক কর্মকাণ্ডে অনুপ্রানিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ মন্ডলের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক দেলয়ার হোসেন, লাইফ ইস বিউটিফুল সংগঠনের আহবায়ক উজায়ের বুলবান, সদর উপজেলা বিজ্ঞান ক্লাবের সাধারন সম্পাদক মোসাদ্দেক হোসেন প্রমুখ ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ