নানা কর্মসূচিতে নেত্রকোনায় মহান মে দিবস ২০২২ পালিত হয়েছে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে আজ রবিবার জেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে ১১টায় পৌর শহরের মোক্তারপাড়া মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে পাবলিক হল মিলনায়তনে এসে শেষ হয়। এসময় র্যালিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌর মেয়রসহ জেলার ভ্যান-রিকশা শ্রমিক লীগ, বিদ্যুৎ শ্রমিক লীগ, সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন, মোটরযান শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রেণির শ্রমিকেরা অংশ গ্রহণ করেন।
পরে পাবলিক হল মিলনায়তনে জেলা প্রশাসক কাজি মো আবদুর রহমানের সভাপতিত্বে মে দিবসের আলোচনায় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী, পৌর মেয়র নজরুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকুসহ অনেকেই।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ