পটুয়াখালীর দুমকিতে ট্রলি চাপায় আব্দুর রব (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত আব্দুর রব হাওলাদার উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের বাসিন্দা।
আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লেবুখালী-বাউফল সড়কের সাতানী কালভার্ট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রলিটিকে জব্দ করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, লেবুখালীর পাগলা থেকে দুমকিগামী ইট, বালুবাহী একটি ট্রলি দুমকি-সাতানীর কালবার্ড বাজার সংযোগ সড়ক অতিক্রমকালে পথচারীকে চাপা দিয়ে মুহূর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত আবদুর রব হাওলাদারকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুমকি থানার ওসি মো. আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে ট্রলিটি জব্দ করা হয়েছে। আহত আব্দুর রব হাওলাদার বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ