বগুড়া সদর উপজেলার গ্রাম পুলিশ সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় সদর থানায় ১০০ জন গ্রাম পুলিশ সদস্যের হাতে উপহার হিসেবে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এসব ঈদ সামগ্রী তুলে দেন বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।
পুলিশ সুপার সুদীপ এ সময় বলেন, গ্রাম পুলিশের সদস্যরা দিন-রাত সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতা করেন। তাই ঈদে গ্রাম পুলিশের পাশে থেকে জেলা পুলিশও তাদের ঈদ আনন্দের অংশ হতে চায়। গ্রাম পুলিশ সদস্যদের সব রকম বিপদে-আপদে জেলা পুলিশ পাশেই থাকবে।
উপহার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) শরাফত ইসলাম, সদর থানার ওসি সেলিম রেজা, পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক, পরিদর্শক (অপারেশন) শাহিনুজ্জামান শাহীন ও সদর ফাঁড়ির ইনচার্জ তাজমিলুর রহমান উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কালাম