আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে গাজীপুর মহানগর শ্রমিক লীগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শহরের দলীয় কার্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর মহানগর শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল মজিদ বিএসসির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক এম এ কাদের, মজিবুর রহমান, মাহফুজুর রহমান, গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা ইউনুস প্রমুখ।
এর আগে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে এসে শেষ হয়। অনুষ্ঠানে গাজীপুর মহানগর শ্রমিক লীগের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ