পটুয়াখালীর কলাপাড়ায় তিন শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগ। তিনি প্রত্যেকের হাতে সেমাই, চিনি গুড়া দুধ তুলে দেয়। রবিবার দুপুরে পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুমে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় মহিপুর থানা যুবলীগের আহবায়ক এ এম মিজানুর রহমান বুলেট, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেন, পৌর যুবলীগের সহসভাপতি শেখ যুবরাজ, যুবলীগ নেতা সুমন তালুকদার, মিজানুর রহমান, সোহাগ হাওলাদার, আল আমিন, রাসেল, তুহিন, নাসির, সোহেলসহ উপজেলা ও পৌর যুবলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কলাপাড়া পৌর শহর ছাড়াও যুবলীগ নেতা ধুলাসার, মহিপুর, কুয়াকাটা ও রাঙ্গাবালী উপজেলায় ঈদ উপলক্ষে অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়।
কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগ বলেন, প্রতিবছরই তিনি ঈদ উপলক্ষে সহায়তা করে থাকেন। এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এএ