প্রতি বছরের ন্যায় এবারও সিলেটের বিশ্বনাথ উপজেলায় দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বিশ্বনাথ ইয়ুথ অরগানাইজেশনের আয়োজনে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় সংগঠনের নেতৃবৃন্দ সুবিধাভোগীদের দ্বারে দ্বারে পৌছে দেন এসব সহায়তা।
বিতরণকালে উপস্থিত ছিলেন বিশ্বনাথ ইয়ুথ অরগানাইজেশানের সভাপতি তামিম আহমদ, সহসভাপতি আব্দুল্লাহ আল ফাহিম, সাধারণ সম্পাদক মকসুদ খান, সহসাধারণ সম্পাদক কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ মিয়া মোহাম্মদ সাহেদ, ব্যবসায়ী আমজদ মিয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ