শ্রমিক-মালিক একতা উন্নয়নের নিশ্চয়তা এ স্লোগানের মধ্য দিয়ে বগুড়ায় মহান মে দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে রবিবার সকালে বগুড়া জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্রের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটা র্যালি বের হয় সার্কিট হাউজ মোড় প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক।
মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম, আঞ্চলিক শ্রম দপ্তরের উপ-পরিচালক শরিফুর রহমানসহ বগুড়ার বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ