রাঙামাটির কাপ্তাইয়ে সেনাবাহিনীর অভিযানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) এক কর্মী অস্ত্রসহ আটক হয়েছে। আটক ব্যক্তির নাম-বিমল চকমা (২২)। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে কাপ্তাই উপজেলার হরিনছড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই সেনা জোনের একটি বিশেষ দল কাপ্তাই উপজেলার হরিনছড়ি এলাকায় অভিযানে নামে। এসময় ওই এলাকায় অস্ত্রসহ অবস্থান করছিল জেএসএস কর্মী বিমল চাকমা। পরে চারদিক ঘেরাও করে তাকে আটক করে সেনা সদস্যরা।
এসময় তার কাছে একটি এসএমজি ,একটি ম্যাগাজিন, একটি দেশীও বন্দুক, ১৫ রাউন্ড গুলি, একটি রামদাসহ নগদ অর্থ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে কাপ্তাই থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দীন বলেন, অভিযুক্তের বিরুদ্ধে মামলার কার্যক্রম চলছে।
বিডি প্রতিদিন/এমআই