মাদারীপুরে ৩ শতাধিক প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক ড. সেলিনা আখতার উপস্থিত থেকে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেন।
জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব ড. সেলিনা আখতার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রশিসেস প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও মাদারীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন হাওলাদার, প্রশিসেস প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব আবীর মাহমুদ ইমরানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের অভিভাবকরা।
বিডি প্রতিদিন/এমআই