রাঙামাটিতে মে দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে রাঙামাটি জেলা শ্রমিক লীগের উদ্যোগে শহরের দোয়েল চত্বর এলাকা থেকে র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে শেষ হয়। এসময় র্যালিতে জেলা শ্রমীক লীগের নেতাকর্মীসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন। পরে জেলা আওয়ামী লীগের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/হিমেল