জয়পুরহাটে মে দিবস উপলক্ষে জেলার প্রায় দুই হাজার শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জয়পুরহাট জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশন। রবিবার দুপুরে শহীদ ডা. আবুল কাশেম ময়দানে শ্রমিকদের এই ঈদ উপহার তুলে দেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম।
এসময় পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সদর উপজেলা চেয়ারম্যান সোলায়মান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জয়পুরহাট জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, অর্থ সম্পাদক রাহাত হোসেন জনিসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ