‘শ্রমিক-মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা’ এই প্রতিপাদ্য নিয়ে বরগুনায় উদযাপিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে রবিবার সকালে বরগুনার টাউনহলের সামনে থেকে শ্রমিক ফেডারেশনের নেতৃত্বে বিশাল র্যালি বের হয়।
পরে র্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে সমাবেশে মিলিত হয়। শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা ও শ্রমিক ফেডারেশনের সভাপতি সুখ রঞ্জনশীল। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
আলোচনায় অংশ নেন জেলা প্রশাসক হাবিবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক, শ্রমিকলীগ সভাপতি আব্বাস হোসেন মন্টু, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি সাহাবুদ্দিন সাবু, কাউন্সিলর রইসুল আলম রিপন, শ্রমিকলীগ সম্পাদক জামাল ও শ্রমিক নেতা হালিম মোল্লা প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই