''ঈদের দিন মোর বাড়িত পোলাও-মাংস রান্না হবে, সেমাই রান্না হবে। এইবার ঈদত তোমাহক দাওয়াত খাওয়াম মুই।'' এভাবেই মনের আনন্দে ঈদের দাওয়াত দিলেন মমতাজ বেগম। ৫ টাকায় ঈদের বাজারে মুরগি, চাল, সেমাই, তেল, দুধসহ অনেক পণ্য পাওয়ার পর যেন আনন্দের শেষ নেই মমতাজ বেগমের!
রবিবার দুপুর ১২টায় ঠাকুরগাঁও বালক উচ্চবিদ্যালয় বড় মাঠে জুলুমবস্তিতে 'সহায়' নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ৫ টাকায় ঈদ বাজারের আয়োজন করেছে। ঈদ বাজারের মধ্যে রয়েছে- সেমাই, দুধ, চিনি, তেল, চাল এবং মুরগি। এবার সংগঠনটি থেকে প্রায় ১ হাজার পরিবারের মাঝে এই ৫ টাকায় ঈদ বাজার দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, উত্তর রিজিউন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক য্রতি প্রসাদ ঘোষ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. সামসুজ্জামান, সহায় জুলুম বস্তির উপদেষ্টা শরিফুল ইসলাম শরিফ, ডা. শুভেন্দু কুমার, সভাপতি সুজন খান, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন সাগর প্রমুখ।
৫ টাকায় ঈদ বাজার নিতে আসা রফিকুল ইসলাম জানান, পরিবারে সদস্য ছয় জন। এবার ঈদের আগে যেভাবে দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে, তাতে ঈদের জন্য আলাদা করে সেমাই-চিনি কেনা সম্ভব ছিল না। তবে জুলুমবস্তির এই ৫ টাকার বাজারের জন্য এবার ঈদে ভালো খাবার খেতে পারবে তার পরিবার। এমন বাজারের আয়োজনে যারা সহযোগিতা করেছেন তাদের জন্য দোয়া করেছেন তিনি।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, 'সহায়' নামটি অনেক সুন্দর। এই সংগঠনের কার্যক্রমগুলোও অনেক সুন্দর। রমজানের প্রথম থেকেই এই সংগঠন ভর্তুকি বাজার চালু করে মানুষের সেবা করেছে। এখন ঈদে ৫ টাকায় এতো বাজার দিয়ে হাজারখানেক পরিবারের মুখে হাসি ফুটিয়েছে। ধন্যবাদ ও সাধুবাদ জানাই 'সহায়' সংগঠনকে।
বিডি প্রতিদিন/এএম