বগুড়ার শেরপুরে বিএনপি ও সহযোগী সংগঠনের কারাবরণকারী ও নির্যাতিত নেতাকর্মীদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজের পক্ষ থেকে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
শহরের স্যানালপাড়াস্থ নিজ বাসভবন চত্বরে আয়োজিত ওই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক মো. রেজাউল করিম বাদশা। এতে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শফিকুল আলম তোতা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, আহ্বায়ক কমিটির সদস্য শহীদুল ইসলাম বাবলু, বগুড়া পজলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর