ময়মনসিংহের ফুলপুরে মহান মে দিবস ২০২২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার র্যালিটি উপজেলা পরিষদ গেট থেকে শুরু হয়ে এম শামসুল হক চত্বর, আঞ্জুমান সুপার মার্কেট ও বাসস্ট্যান্ডসহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এতে মটরযান কর্মচারী ইউনিয়ন, দোকান কর্মচারী ইউনিয়ন, ময়মনসিংহ জেলা মিশুক, বেবি ট্যাক্সি, ট্যাক্সি ক্যাব ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নসহ সর্বস্তরের শ্রমিক জনতা অংশ নেয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে আয়োজিত আলোচনা সভায় ‘শ্রমিক-মালিক একতা, উন্নয়নের নিশ্চিয়তা’ প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য রাখেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, ময়মনসিংহ জেলা মিশুক, বেবি ট্যাক্সি, ট্যাক্সি ক্যাব, সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জালাল উদ্দিন, সহ-সভাপতি আব্দুল জলিল প্রমুখ। সবশেষে মৃত শ্রমিকদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/এমআই