গত ৫ জানুয়ারি বগুড়ার গাবতলীতে ইউপি নির্বাচনী সহিংসতায় হতাহত ও মৃত ইউনিয়ন যুবলীগ নেতার পরিবারের পাশে ঈদ সামগ্রী, নগদ আর্থিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। তিনি রবিবার দুপুরে গাবতলী উপজেলার বালিদিঘীর তরণীহাট ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে হতাহত পরিবারের মাঝে এসব সহায়তা তুলে দেন। গত ৫ জানুয়ারি বালিয়াদিঘী ইউনিয়নের কালাইহাটা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে নির্বাচনী সহিংসতায় ১ নারীসহ ৪ জন নিহত এবং ৬ জন আহত হয়েছিলেন।
নিহত চারজন হলেন- বগুড়া গাবতলী উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের কালাইহাটা গ্রামের খোকনের স্ত্রী কুলসুম আক্তার (৪৫), মকবুল হোসেনের ছেলে আলমগীর হোসেন (৩৪), মৃত ইফাত উল্লাহর ছেলে আব্দুর রশিদ (৫০) ও একই এলাকার ছহির উদ্দিন আকন্দের ছেলে খোরশেদ আকন্দ (৫৩)। এঘটনায় আহত ৬ জন হলেন একই এলাকার ছহির উদ্দিন, আব্দুল মিয়া, আজিবর, ইমদাদুল মুনসি, মেহেদী, রেজাউল সরকার। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের অকাল মৃত্যুতে তার পরিবারের পাশেও দাঁড়িয়েছেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। নিহতদের পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও আহতদের পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহাদাৎ আলম ঝুনু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি হিরো, সদস্য প্রভাষক কামরুল হুদা উজ্জল, বালিয়াদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী ফকির, জেলা যুবলীগ নেতা এনামুল জাহিদ তিতাস, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ জাকির।
বিডি প্রতিদিন/হিমেল