বগুড়া পৌরসভার পরিচ্ছন্নকর্মীদের অক্লান্ত চেষ্টার ফসল ক্লিন বগুড়া গঠন। ড্রেনেজ ব্যবস্থা নাজুক পরিস্থিতি, অল্প বৃষ্টিতেই নিমজ্জিত এ শহরটাকে ফিরিয়ে আনতে দিনরাত কাজ করে যাচ্ছে তারা। তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার প্রত্যয়ে এগিয়ে এসেছেন আকবরিয়া লিমিটেডে ও আকবরিয়া কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসান আলী আলাল।
রবিবার সকালে বগুড়া পৌরসভা চত্বরে আকবরিয়া লিমিটেডের উদ্যোগে ৫ শতাধিক শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
শ্রমিক ইউনিয়নের সভাপতি মানিক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রেজাউল করিম বাদশা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আকবরিয়া লিমিটেডে প্রতিষ্ঠালগ্ন থেকে মানুষের সেবা করে যাচ্ছে। এ মানবিক প্রতিষ্ঠানটি পৌরসভা শ্রমিকদের স্মরণ করে তাদের ঈদের আনন্দকে বেগবান করার জন্য ঈদ সামগ্রী বিতরণ করছেন। এটি শুধু ভালো কাজেই নয়, আমার পৌরসভাকে যথাযথভাবে মূল্যায়ন করছে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল।
বিডি প্রতিদিন/এএম