নারায়ণগঞ্জে নিখোঁজের ৫ দিন পর সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের গঞ্জকুমারিয়ায় সিয়াম সরদার (১৭) নামের অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে একটি ইট ভাটার সামনে ওই মরদেহ পাওয়া যায়।
নিখোঁজ সিয়ামের বাবা আবু কালাম সরদার জানান, সিয়াম সরদার ডিক্রীরচর, বালুচর ও মুন্সীগঞ্জ লালমিয়ার চরসহ বিভিন্ন জায়গায় অটোরিকশা চালায়। ১৩ মে দুপুর থেকে তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম