নোয়াখালীতে দ্বিতীয় ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টা পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ, হাতিয়া, চাটখিল ও বেগমগঞ্জসহ চার উপজেলার মোট ১০ হাজার দুইশত ১১জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। নোয়াখালী সরকারী কলেজ, মহিলা কলেজ, জিলা স্কুল, বালিকা উচ্চ বিদ্যালয়সহ মোট ১১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এর আগে ২২ এপ্রিল প্রথম ধাপের পরীক্ষায় নোয়াখালী সদর, কবিরহাট, সুবর্ণচর, সোনাইমুড়ী ও সেনবাগ উপজেলার ১১ হাজার তিনশত পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, জেলায় শূণ্য পদ রয়েছে ৪শত, নতুন পদ সৃষ্টি হবে প্রায় ৪৫০টি। মোট ৯৫০টি পদের বিপরীতে মোট ২১ হাজার পাঁচশত ১১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ