নোয়াখালীর সোনাপুর জিরো পয়েন্ট এলাকায় শত বছরের পুরোনো টুকু বকশী মসজিদের পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ করেছেন স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা।
শুক্রবার বেলা সাড়ে ১০টায় সোনাপুর জিরোপয়েন্ট এলাকায় সোনাপুর-চৌমুহনী সড়কে এ কর্মসূচি পালিত হয়।
আধাঘণ্টাব্যাপী মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন- টুকু বকশী মসজিদ কমিটির সভাপতি মাহাবুবুর রহমান বুলবুল, অ্যাডভোকেট সামছুল ফারুক, আহসান উল্যাহ মন্টুসহ স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীরা।
বক্তারা বলেন, শত বছরের পুরোনো এ পুকুরটি ভরাট করা হলে একদিকে যেমন পরিবেশ সংরক্ষণ আইন ও জলাধার সংরক্ষণ আইন লংঘন হবে। অন্যদিকে মসজিদের মুসল্লিরাও অজু করতে পারবেন না। সোনাপুর বাজারটিও অনেক পুরোনো বাজার কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এখানে। কখনও আগুন লাগলে তা নেভানোর জন্য কোনও পানি পাওয়া যাবে না।
তারা বলেন, পুকুরটি ইতোমধ্যেপু ভরাটের কাজ শুরু হয়েছে। পুকুর ভরাট করে সেখানে বহুতল ভবন নির্মাণ হবে, যা পরিবেশের জন্য মরাত্মক হুমকি। বক্তারা পুকুর ভরাট বন্ধ করে সেটিকে পুনঃখনন করার দাবি জানান।
পুকুর ভরাট বন্ধ করার দাবি জানিয়ে জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হলেও কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন অনেকে।
এ বিষয়ে জেলা প্রশাসক দেওয়ান মাহাবুবুর রহমান জানান, পুকুরটি ব্যক্তিমালিকানাধীন। তবুও আইন রয়েছে শ্রেণি পরিবর্তন করা যাবে না। সে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
বিডি প্রতিদিন/কালাম