ভোলায় সমন্বিত বালাই ব্যবস্থাপনা তথা আইপিএম পদ্ধতিতে চীনাবাদাম উৎপাদন শীর্ষক মাঠ দিবস পালিত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে ফিড দ্য ফিউচার বাংলাদেশ ইন্টিগ্রেটেড পোস্ট ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটির আয়োজনে ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাসান ওয়ারিসুল কবীর। ফিড দ্য ফিউচার বাংলাদেশ ইন্টিগ্রেটেড পোস্ট ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি প্রোগ্রামের সহাকারী প্রোগাম ম্যানেজার মো. শাহাদাত হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলার কৃষি কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, ভোলা সরেজমিন গবেষণা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা গাজী নাজমুল হাসান প্রমুখ।
এসময় বক্তরা বলেন, আইপিএম পদ্ধতিতে চীনাবাদাম উৎপাদন করলে যেমন খরচ কম হয় তেমনি লাভও বেশি হয়। তাই সবাইকে আইপিএম পদ্ধতিতে চীনাবাদাম উৎপাদন করার আহ্বান জানান তারা। এসময় ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ও উত্তর দিঘলদী ইউনিয়নের প্রায় শতাধিক কৃষক ও কৃষাণী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই