কুড়িগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কুড়িগ্রাম সদর উপজেলা থেকে চ্যাম্পিয়ন হয়েছে বেলগাছা ইউনিয়ন পরিষদ।
বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় বেলগাছা ইউনিয়ন পরিষদ ২-০ গোলে কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদকে পরাজিত করে।
বিজয়ীদলের পক্ষে গোল দুটি করেন ৬ নম্বর জার্সি পরিহিত বাবু ও ১৩ নম্বর জার্সি পরিহিত মাঈদুল। চলতি মাসের ১১ মে থেকে প্রতিযোগিতাটি শুরু হয়। এতে সদর উপজেলা থেকে ৮টি ইউনিয়ন ফুটবল দল অংশগ্রহণ করে।
চূড়ান্ত খেলা শেষে চ্যাম্পিয়ন ও বিজিত দলের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু।
এসময় উপস্থিত ছিলেন সদর ইউএনও মো. রাসেদুল হাসান, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান ও বেলগাছা ইউপি চেয়ারম্যান মো. লিটন মিয়া প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও সিনিয়র ফুটবল খেলোয়াড় মো. আব্দুল মতিন মিয়া।
বিডি প্রতিদিন/এমআই