লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নে ধান কাটতে গিয়ে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলার পূর্ব ফকির পাড়া গ্রামের ২ নং ওয়ার্ডের সীমান্তবর্তী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, নিহত নুর আলম (৩০) উপজেলার পূর্ব ফকির পাড়া গ্রামের ২নং ওয়ার্ডের নিজাম উদ্দিনের ছেলে। তার দু’টি সন্তান রয়েছে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার খুটামারা নদীতে পানির নিচ থেকে দুই ভাই নুর আলম (৩০) ও নুরুজ্জামান (৩৫) মিলে পাকা ধান কাটতে যায়। এসময় ছোট ভাই নুর আলম পানিতে নিখোঁজ হয়। পরে আজ শুক্রবার সকালে খুটামারা নদীতে তার মরদেহ ভেসে উঠে।
নিহতের বাবা নিজাম উদ্দিন জানান, দুই ছেলে ধান কাটতে গিয়ে এক ছেলে নিখোঁজ হয়। পরে তিনদিন পর ছোট ছেলের লাশ পাই। আমার কোন অভিযোগ নাই, আমার ছেলে দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিল।
ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান খোকন বলেন, আমরা শুনেছি ওই ছেলে দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত। ধান কাটতে গিয়ে নদীর পানিতে তার মৃত্যু হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে লাশ লালমিনরহাট মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রকৃত ঘটনা জানা যাবে।
বিডি-প্রতিদিন/শফিক