সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়িতে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো-চর খোকশাবাড়ি গ্রামের মোহাম্মাদের ছেলে ফাহিম (৮) ও কোরবান আলী ছেলে তামিম (৬)।
খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশিদুল ইসলাম রশিদ মোল্লা জানান, শিশু ফাহিম ও তামিম দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। এসময় সবার অজান্তে দু’জন পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর পাওয়া যায় না।
পরে দুইজনের মরদেহ পুকুরে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই