বছর ঘুরে আবার শুরু হলো সাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা। দেশের সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে আজ শুক্রবার মধ্যরাত থেকে আগামী ২৩ জুলাই পর্যন্ত সাগরে মাছ ধরা নিষেধ থাকবে।
এ সময় নিয়মিত অভিযান পরিচালনা করবে মৎস্য বিভাগ, নৌবাহিনী, নৌ পুলিশ ও কোস্টগার্ড। এরই মধ্যে নিষেধাজ্ঞার কারণে গভীর সমুদ্র থেকে বৃহস্পতিবার রাতের মধ্যেই অধিকাংশ মাছ ধরার ট্রলার পাথরঘাটা বিএফডিসিসহ বিভিন্ন ঘাটে এসেছে। এসব ট্রলারের জেলেরা দীর্ঘদিন পর বাড়ি ফিরেছেন।
উল্লেখ্য, প্রতি বছর মৌসুমের শুরুতে জেলেরা নৌকা ও জাল মেরামত করে সাগরে যাওয়ার আগ মুহূর্তে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। সরকারের নিষেধাজ্ঞা মেনে জেলেরা তাদের ট্রলার নিয়ে উপকূলে ফিরে আসছেন।
অনেক জেলেরা এ সুযোগে ট্রলার মেরামত করবেন। বছরজুড়ে ইলিশের আকাল থাকায় এর ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় অনেকটা হতাশা প্রকাশ করেছেন জেলেসহ মৎস্য ব্যবসায়ীরা। তবে নিষেধাজ্ঞাকালীন নিবন্ধিত জেলেদের প্রত্যেককে ৮৬ কেজি করে চাল দেওয়ার কথা জানিয়েছে মৎস্য বিভাগ।
বিডি-প্রতিদিন/শফিক