বগুড়া সারিয়াকান্দির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল এবং শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি থেকে বাইসাইকেল এবং শিক্ষাবৃত্তি বিতরণ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম মুন্টু, উপজেলা সহকারী কমিশনার ভূমি দেওয়ান একরামুল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মমতাজুর রহমান মন্ডল প্রমুখ।
উপজেলা নৃ-গোষ্ঠীর ১০ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল এবং ৩৫ জনকে শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে। এদের মধ্যে উচ্চ মাধ্যমিক পরুয়া ৫ জনের প্রতিজনকে ৯ হাজার ৬০০ টাকা, মাধ্যমিকের ১০ জনের প্রতিজনকে ৬ হাজার টাকা এবং প্রাথমিকের ২০ জনকে ২ হাজার ৪০০ টাকা করে শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল