মেহেদী উৎসব, সেলফি, আড্ডা, নাচ-গান ও আনন্দ-উল্লাসসহ দিনব্যাপী নানা আয়োজনে নারী উদ্যোক্তাদের ঈদ পুনর্মিলনী হয়ে উঠে উৎসবে। পরিণত হয় মিলন মেলায়।
শুক্রবার দিনাজপুর নাট্য সমিতি প্রাঙ্গণে প্রায় ৩৫ হাজার সদস্যের পরিবার ‘দিনাজপুর অনলাইন শপিং গ্রুপ’ এই ঈদ পুনর্মিলনীর আয়োজন করে। মেহেদী উৎসব, সেলফি, আড্ডা, নাচ-গান আনন্দ উল্লাসসহ নানা আয়োজনে দিনটি উৎযাপন করে নানা বয়সী নারী উদ্যোক্তারা। পরে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী অনুষ্ঠানে দিনাজপুর অনলাইন শপিং গ্রুপের অ্যাডমিন মোসলেহা মলির সভাপতিত্বে গ্রুপের সাধারণ সম্পাদক অমিত সাহা, হাফিজা পারভীন শিমু, আতিকা মনোয়ার আঁচল, সুবর্ণা রায়সহ বিভিন্ন স্থান থেকে আগত নানান বয়সী নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
পরে শুক্রবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা পরিষদের (ভারপ্রাপ্ত) প্রধান নির্বাহী জয়নুল আবেদীন, বিশেষ অতিথি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেলজ হাসপাতালের কনসালটেন্ট ডা. সুসেন চন্দ্র রায়, দিনাজপুর নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষ ও সাধারণ সম্পাক রেজাউর রহমান রেজু।
বিডি প্রতিদিন/এমআই