বৃহস্পতিবার রাতে কালবৈশাখী ঝড়ে ও বৃষ্টিতে বগুড়ার বিভিন্ন স্থানের গাছ ভেঙে পড়ে বৈদ্যুতিক খুঁটি উপড়ে যায়। বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎসংযোগ।কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাতে বোরো ধানসহ অন্য ফসলে ক্ষতি হয়েছে। বজ্রপাতের বিকট শব্দে হার্ট এ্যাটাকে একজনের মৃত্যু হয়েছে।
জেলা আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার রাত ৮ টায় বগুড়া শহরের উপর দিয়ে ৭৮ কিলোমিটার বেড়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এ সময় টানা ৫ ঘণ্টায় ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
জেলার বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ -১ এর নির্বাহী প্রকৌশলী আব্দুল মুন্নফ জানান, বৃহস্পতিবার রাতে কালবৈশাখী ঝড়ে শহরের অনেক জায়গার বৈদ্যুতিক খুঁটি উপড়ে যায়। গাছ পালা ভেঙ্গে পড়ে বৈদ্যুতিক লাইনের উপর। ফলে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয় পড়ে। শুক্রবার বিকাল ৪টার পর থেকে পর্যায় ক্রমে বিদ্যুৎসংযোগ দেয়া সম্ভব হয়।
এদিকে বৃহস্পতিবার রাতে বজ্রপাতের বিকট শব্দে জেলার গাবতলী উপজেলা জয়ভোগা গ্রামের হফিজুর রহমনের ছেলে গোলাম রসুল (৫০) নামের এক ব্যক্তি হার্ট এ্যাটাক করে গাবতলী উপজেলার নাড়ুয়ামালা হাটের পাশে মারা যায়।
বিডি প্রতিদিন/এএম