ময়মনসিংহের ভালুকায় একটি মেশিনারিজ দোকানের গোডাউনে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে পৌরসভার প্রশিকার মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গোডাউনের মালিক ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই মেশিনারিজ দোকানের গোডাউনের মালিক এস. এইচ. ফরহাদ গোডাউনে তালাবদ্ধ করে রাতে ঘুমাতে যায়। সকালে স্থানীয় লোকজন গোডাউনের ঝাপের তালা ভাঙা দেখে খবর দেয়। পরে গোডাউনে গিয়ে দেখা যায় চুরি হয়েছে। গোডাউন মালিক দাবি করেছেন ২০টি ডিজেল ইঞ্জিল ও দুইটি জেনারেটরসহ প্রায় ৮ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের মালামাল চুরি হয়েছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, ‘চুরির ঘটনার অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত মাফিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
বিডি প্রতিদিন/হিমেল