২১ মে, ২০২২ ১৪:০৫

পাওনা ১০ হাজার টাকার জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি

পাওনা ১০ হাজার টাকার জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ

প্রতীকী ছবি

মাদারীপুরে পাওনা ১০ হাজার টাকা পরিশোধে দেরি হওয়ার জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। 

শুক্রবার রাত ১০টার দিকে মাদারীপুর সদর উপজেলার পূর্ব মহিষেরচর গ্রামের এ ঘটনা ঘটে। নিহত মনি আক্তার (৩৮) একই গ্রামের মান্নান মাতুব্বরের মেয়ে। 

এদিকে অভিযুক্ত জামাল ফকির একই এলাকার নুরু ফকিরের ছেলে।

স্বজন ও এলাকাবাসী জানায়, তিনমাস আগে মনির বাবা মান্নান মাতুব্বর কুলপদ্বী এলাকার একাব্বর খাঁ’র কাছ থেকে ১০ হাজার টাকা ধার নেন। পরে সেই টাকা সম্প্রতি পরিশোধ করেন মনির স্বামী জামাল। শুক্রবার রাতে শ্বশুরের কাছে পাওনা টাকা ফেরত চাইলে মনি ও তার বাবার সাথে জামালের কথার কাটাকাটি হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে গৃহবধূ মনিকে ডেকে নিয়ে যান স্বামী জামাল। পরে আড়িয়াল খাঁ নদের পাড়ে নিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ ওঠে। মৃত্যু নিশ্চিত করে অন্যবাড়িতে লাশ ফেলে রেখে পালিয়ে যান স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এই ঘটনার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ওয়াসিম ফিরোজ জানান, ঘটনার পর পরিবারের লোকজন পালিয়ে গেছে। তাদের ধরতে পুলিশ কাজ করছে।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর