২৪ মে, ২০২২ ১৪:০৬

টাঙ্গাইলে পৃথক অভিযানে তিন মাদক কারবারি আটক

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে পৃথক অভিযানে তিন মাদক কারবারি আটক

প্রতীকী ছবি

টাঙ্গাইল সদর উপজেলার রূপসী যাত্রা ও কালিহাতী উপজেলার রাজাবাড়ী নামক স্থানে আলাদা অভিযান চালিয়ে ১৫২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩১০ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-১২’র সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

১৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটককৃতরা হচ্ছেন- টাঙ্গাইল সদর উপজেলার রূপসী যাত্রা গ্রামের মৃত লুৎফর মিয়ার ছেলে মো. শফিকুল ইসলাম(৩৮) ও দেলদুয়ার উপজেলার বেতরাইল গ্রামের মো. শহীদুল মিয়ার ছেলে মো. লুৎফর মিয়া (৩৪)। ৩১০ গ্রাম হেরোইনসহ আটককৃত মো. নান্নু শেখ (৩৫) ঢাকা জেলার সাভার উপজেলার বাড্ডা সাকিনের মো. চান্দু শেখের ছেলে।

র‌্যাব-১২’র সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান জানান, গোপনে খবর পেয়ে তিনি ও কোম্পানীর স্কোয়াড কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার (২৪ মে) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার রূপসী যাত্রা গ্রামে অভিযান চালান। অভিযানে ১৫২ পিস ইয়াবা ট্যাবলেট, দুইটি সিম কার্ড ও নগদ দুই হাজার ৬০ টাকা সহ উল্লেখিত দুই মাদক কারবারীকে আটক করেন।

অপরদিকে, র‌্যাবের একই টিম গোপনে খবর পেয়ে মঙ্গলবার (২৪ মে) ভোর ৪টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে কালিহাতী উপজেলার রাজাবাড়ী নামক স্থানে অভিযান চালায়। অভিযানে ৩১০ গ্রাম হেরোইন সহ মো. নান্নু শেখকে আটক করা হয়। জব্দকৃত হেরোইনের বাজার মূল্য প্রায় ৩১ লাখ টাকা। এ সময় তার কাছ থেকে দুইটি মোবাইল ফোনও জব্দ করা হয়। 

র‌্যাব কমান্ডার আরও জানান, আটককৃতদের নামে টাঙ্গাইল সদর ও কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর