২৭ মে, ২০২২ ১৯:১৮

ঝড়ে উড়ে গেলো মাদ্রাসার টিনের চালা, বই-কাগজপত্রের ক্ষতি

নড়াইল প্রতিনিধি

ঝড়ে উড়ে গেলো মাদ্রাসার টিনের চালা, বই-কাগজপত্রের ক্ষতি

নড়াইলে ঝড়ে উড়ে গেলো মাদ্রাসার টিনের চালা

মাত্র কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে নড়াইল পৌর এলাকার খাদেমুল ইসলাম মাদ্রাসার টিনের চালা উড়ে গিয়ে পাঠ্যপুস্তক, কাগজপত্র এবং অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে বয়ে যাওয়া ঝড়ে এমন ক্ষতি হয়।

মাদ্রাসার শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। মুহূর্তেই বৃষ্টির সঙ্গে শুরু হয় প্রচণ্ড ঝড়। হঠাৎ বয়ে যাওয়া কয়েক মিনিটের কাল বৈশাখী ঝড়ে মাদ্রাসার আধাপাকা টিনশেড ঘরের চালা উড়ে গেছে। ইটের গাঁথুনি ভেঙে পড়েছে। প্রতিষ্ঠানের আসবাবপত্র, ফ্যান, পাঠ্যপুস্তক ও ধর্মীয় কিতাবপত্রসহ অন্যান্য জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। এ সময় কয়েকজন ছাত্র সামান্য আহত হয়। এ কারণে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা রেজাউল করিম বলেন, ঝড়ের সময় মাদ্রাসায় ছিলাম না। তবে খবর পেয়ে দ্রুত মাদ্রাসায় এসে দেখি ঝড়ে প্রতিষ্ঠানের টিনের চালা উড়ে গেছে। মাদ্রাসায় ৩২ জন আবাসিক ছাত্র এবং তিনজন শিক্ষক আছেন। ঘুমানোর মতো কোনো স্থান নেই। প্রতিষ্ঠানটির অবকাঠামো ভেঙে পড়ায় সবাই খোলা আকাশের নিচে থাকা ছাড়া কোনো উপায় নেই।

এ প্রসঙ্গে নড়াইল পৌর মেয়র আনজুমান আরা বলেন, ক্ষতিগ্রস্ত মাদ্রাসাটি পরিদর্শন করেছি। তিনি সাধ্যমতো সহযোগিতা করার আশ্বাস দেন। এদিকে, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান ক্ষতিগ্রস্ত মাদ্রাসাটি পুনর্নির্মাণে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর