২৭ মে, ২০২২ ২১:১৫

দলীয় সরকারের অধীনে সিপিবি-বামজোট নির্বাচনে যাবে না: সেলিম

নিজস্ব প্রতিবেদক,বগুড়া

দলীয় সরকারের অধীনে সিপিবি-বামজোট নির্বাচনে যাবে না: সেলিম

মুজাহিদুল ইসলাম সেলিম

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন দলীয় সরকারের অধীনে সিপিবি-বামজোট নির্বাচনে যাবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য লড়াই গড়ে তুলতে হবে। ভোটাধিকার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বগুড়া জেলা কমিটির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম জিন্নার সভাপতিত্বে শুক্রবার বিকেল ৪ টায় বগুড়ার সাতমাথায় অনুষ্ঠিত জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আবদুল্লাহ ক্বাফী রতন, রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট মহসীন রেজা। জনসভা পরিচালনা করেন সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ।

জনসভায় মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, স্বৈরাচার এরশাদের পতনের পর ৩২ বছর অতিক্রান্ত হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ ২০ বছর ক্ষমতায় থেকেছে। গত ১৪ বছর ক্ষমতায় আছে আওয়ামী লীগ।  আওয়ামী লীগের ১৪ বছরসহ গত ১৩ বছরে এদেশ থেকে পাচার হয়ে গেছে ১১ লাখ কোটি টাকা। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতির মাধ্যমে আমলা, ঠিকাদার, অসৎ রাজনীতিবিদরা দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে যাচ্ছে। 


বিডি প্রতিদিন/নাজমুল রানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর