ময়মনসিংহের হালুয়াঘাটে নিজ ঘরে বৈদ্যুতিক ফ্যান সচল করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আজগর আলী ওরফে দুখু মিয়া (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার ধারা ইউনিয়নের চাঁদশ্রী বোয়াল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
আজগর আলী ওরফে দুখু মিয়া একই এলাকার মৃত আক্কাস আলীর পুত্র। হালুয়াঘাট থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোবারক হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত ওই ব্যক্তি আজ সকালে তার নিজ ঘরে বিকল হয়ে যাওয়া বৈদুতিক ফ্যান মেরামত করতে গেলে ঘরের ভেতরই বিদ্যুৎস্পৃষ্ট হন। ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। বাড়ির অন্যান্য সদস্যরা কাজে থাকায় তাৎক্ষণিক মৃত্যুর খবরটি জানা যায়নি। পরে এক প্রতিবেশী বিদ্যুৎ লাইনের ওপর তার নিথর দেহ দেখতে পেয়ে বিষয়টি জানালে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন।
বিডি প্রতিদিন/এএ