২৮ মে, ২০২২ ১২:৩৩

নেত্রকোনায় জঙ্গি সংগঠনের সদস্য আটক

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় জঙ্গি সংগঠনের সদস্য আটক

নেত্রকোনার চল্লিশা এলাকা থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. শারমিন আক্তার (১৭) নামের এক কিশোরীকে আটক করেছে র‍্যাব। 

নেত্রকোনা মডেল থানায় হস্তান্তর করার পর আজ শনিবার কোর্টে প্রেরণ করা হয়। 

নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, র‍্যাব-৩ এর জালে ধরা পড়া শারমিন সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের মুগরাটিয়া কান্দাপাড়া গ্রামের সবুজ মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে পড়ে। দীর্ঘদিন ধরে টেলিগ্রাফ ইনস্টল করে মোবাইলের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ডের নানা বার্তা আদান প্রদান করছিলো। র‍্যাব শুক্রবার রাতে ওই গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার বাড়ি থেকে তাকে আটক করে। এসময় তার কাছে থাকা মোবাইল ফোনটি জব্দ করা হয়। 

পুলিশ আরও জানায়, মেয়েটি আড়াল নামে ফেসবুক আইডির মাধ্যমে ভিডিওসহ নানা বার্তা আদান প্রদান করতো। 
তার ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। সে আনসার আল ইসলাম নামে জঙ্গি সংগঠনের সদস্য। 

এ ঘটনায় র‍্যাব ৩ এর ডিএডি মো. ইখতিয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাত নামা ৩/৪ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ সংশোধনী (২০১৩)৮/৯ ধারায় মামলাটি দায়ের করেছেন। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর