২৮ মে, ২০২২ ১৪:০২

টেকনাফে ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

আটক ব্যক্তিদের একজন

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং ২২ নম্বর ক্যাম্পে অভিযান চালিয়ে ৭ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর সদস্যরা।

আটক ব্যক্তিরা হলেন-আবু আহমেদের ছেলে সোনা মিয়া (২৮)। তিনি ক্যাম্প ২২-এর ব্লক-এ/৩ বাসিন্দা। অপরজন ব্লক-ডি/২-এর বাসিন্দা মৃত নুর সালামের ছেলে মো. আয়াছ (২১)।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর অধিনায়ক তারিকুল ইসলাম তারিক গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স অভিযান পরিচালনা করে ক্যাম্পের এ/৩ ব্লক এলাকা হতে সোনা মিয়াকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অপরদিকে, একইদিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স অভিযান পরিচালনা করে ক্যাম্পের বি/৫ এলাকা থেকে মো. আয়াছকে আটক করা হয়। আটক রোহিঙ্গার কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার ইয়াবাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর