২৮ মে, ২০২২ ১৫:২৯

ফেনীতে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক কর্মশালা

ফেনী প্রতিনিধি

ফেনীতে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক কর্মশালা

ফেনীতে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক কর্মশালা

ফেনীতে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক কর্মশালা শুরু হয়েছে। শনিবার সকালে ফেনী সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. গোলাম জাকারিয়া।

যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) প্রকল্পের আওতায় সাংবাদিকদের নিয়ে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক মো. মারুফ নেওয়াজ। জেলা তথ্য কর্মকর্তা রেজাউল রাব্বী মনিরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপ-পরিচালক সাহিদা সুলতানা ও নাফিস আহম্মেদ। 

বক্তারা বলেন, ইতিমধ্যেই নারী ও শিশুর সার্বিক অধিকার প্রতিষ্ঠা, ক্ষমতায়ন এবং সামগ্রিক উন্নয়নের মূল ধারায় সম্পৃক্তকরণের জন্য সরকার বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে। এ ধরনের কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, সে ব্যাপারে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। তিন দিনব্যাপী কর্মশালায় ফেনীতে ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত ২৩ জন সাংবাদিক অংশ নেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর